রাতভর দফায় দফায় আক্রমণ। আর তাতেই মৃত্যু হল ৫৯ জন শিক্ষানবিশ পুলিশের। ১১৭ জন গুরুতর আহত। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে পুলিশ। সোমবার রাতে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে আচমকাই হানা দেয় ৫-৬ জনের বন্দুকবাজের দল।
প্রথমেই তারা ঢুকে পড়ে শিক্ষানবিশ পুলিশদের ডরমিটরিতে। গভীর রাতে সেখানে তখন ঘুমে মগ্ন সকলে। আচমকাই তাদের দিকে ছুটে আসতে থাকে এলোপাথাড়ি গুলি। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে থাকেন যুবকরা। এরপর বেশ কয়েকজনকে পণবন্দিও করে বন্দুকবাজেরা। চলে রাতভর দফায় দফায় গুলিবর্ষণ। পাক সেনা ও পুলিশ যৌথভাবে পাল্টা গুলি চালায়। তাতে এক জঙ্গির মৃত্যু হয় বলে দাবি করেছে পাক পুলিশ। কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার না করলেও, পঞ্জাব প্রদেশের সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-জঙ্গভি এই হামলা চালিয়েছে বলে মনে করছে পুলিশ। কারণ বালুচিস্তানের যে অংশে এই হামলা হয়েছে, সেখানে লস্কর-ই-জঙ্গভি-র প্রতিপত্তি রয়েছে।