বন্ধ করে দেওয়া হোক দেশের সব চিড়িয়াখানা, দাবি ক্যাটরিনার
অভুক্ত সিংহ, দুর্বল হাতি, ভাঁড়ারে মজুদ সামান্য দিনের খাবার। চিড়িয়াখানার দুর্দশা দেখে সেটিকে বন্ধ করে দিতে বললেন ক্যাটরিনা। ক্ষুব্ধ হাইকোর্টও।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওয় দেখা গেছে একটি সিংহকে খুব দুর্বল অবস্থায়। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাবারের অভাবে সিংহটি দুর্বল হয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করেন পশু অধিকার রক্ষা কর্মী ক্যাটরিনা হুসেন।
ক্যাটরিনা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মন্তব্য করেছেন যে পর্যাপ্ত খাবার দিতে না পারলে সরকার চিড়িয়াখানা বন্ধ করে দিক। এই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে বন্যপ্রাণি দফতর থেকে চিড়িয়াখানার প্রশাসন।
ভিডিওয় যে চিড়িয়াখানার বেহাল দশা ফুটে উঠেছে সেটি ভারতের প্রতিবেশি দেশ পাকিস্তানের করাচির। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে পশুদের খাদ্যে আনাজ দেওয়া হচ্ছে। আর সামান্য কিছু দিনের জন্যই ভাঁড়ারে সেই খাবার রয়েছে বলেও জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানাটির মুখ্য আকর্ষণ সিংহ সহ বেশ কয়েকটি পশু খাদ্যাভাবে দুর্বল হয়ে পড়েছে। অপুষ্টি ও পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে করাচি চিড়িয়াখানায় সবথেকে বেশি মৃত্যু হচ্ছে পশুদের।
এরকমই একটি ঘটনায় ২০১৭ সালে অবৈধভাবে করাচিতে চিড়িয়াখানায় নিয়ে আসা ২টি সিংহের ১টির রহস্য মৃত্যু হয়েছে। গত কয়েক মাসে চিড়িয়াখানাটির ৪টি হাতি পর্যাপ্ত খাবারের অভাবে অসুস্থ হয়ে পড়েছে।
একটি মামলার পরিপ্রেক্ষিতে সিন্ধ হাইকোর্ট হাতিদের স্বাস্থ্য পরীক্ষা করাতে দ্রুত জার্মান বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে করাচি শহরের প্রশাসনকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা