বাবার হাত ধরে, অন্য হাতে মায়ের ছবি আঁকড়ে বিয়ের আসরে কনে
মায়ের ছবি নিয়ে বিয়ের আসরে প্রবেশ করলেন এক তরুণী। বিয়ের সাজে ছিলেন তিনি। প্রবেশ করছিলেন বাবার হাত ধরে। অন্য হাতে ছিল মায়ের ছবি।

মায়ের একটা সাদা কালো ছবি। ছবিতে হাসি মুখে রয়েছেন মা। সুন্দর করে ফ্রেমে বাঁধানো সেই ছবি হাতে বিয়ে করতে হাজির হলেন কনে।
তরুণীর একটি হাত ধরে তাঁকে নিয়ে আসছেন তাঁর বাবা। অন্য হাতে বুকের কাছে আঁকড়ে ধরা রয়েছে মায়ের ছবি। লাল বিয়ের পোশাকে কনে প্রবেশ করছেন বিয়ের সাজে সেজে।
এমন এক আনন্দের দিনেও তাঁর চোখে জল। হাত ধরে তাঁকে নিয়ে আসা পিতার চোখও ভিজে। ক্রমে তাঁরা এগিয়ে আসেন বিয়ের মণ্ডপের দিকে।
মা গত হয়েছেন অনেকদিন হল। তবে তাঁর অভাব বিয়ের দিন বড় বেশি করে মনে পড়ছে তরুণীর। মাকে নিয়েই তাই বিয়ের আসরে পা রাখলেন।
এই আবেগ ঘন মুহুর্তে বিয়ের আসরে আসা সকলের চোখেই তখন কমবেশি জল। এই ছবি যাঁরা ইন্টারনেটে দেখেছেন তাঁরাও অনেকে চোখের জল ধরে রাখতে পারেননি।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। পাকিস্তানে এক বিয়ের আসরে কনে প্রবেশ করেন বাবার হাত ধরে আর মায়ের ছবি আঁকড়ে ধরে। তাঁর মেকআপ যাতে নষ্ট না হয় সেদিকে নজর রেখেই অন্য এক মহিলাকে দেখা যায় চোখের জল মুছিয়ে দিতে।
বিয়ের পর পিতৃগৃহ থেকে বিদায় নেওয়ার সময় বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন ওই কনে। এই ছবি কিন্তু গোটা বিশ্বকে কাঁদিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার কিন্তু মন জয় করে নিয়েছে এই ভিডিও।