প্রকাশ্য দিবালোকে রাস্তায় খোলাখুলি লুঠের শিকার শতাধিক মানুষ
মাত্র কিছু সময়ের মধ্যে শতাধিক মানুষকে লুঠ করা সম্ভব! কিন্তু সেটাই হল। ১০-১২ জনের ডাকাতদল সেটাই করে দেখাল। পুলিশ দেখা যায়নি সে সময়।
প্রকাশ্য রাজপথ। সেখানেই আচমকা কয়েকজন রাস্তা আটকে দিল। তারপর সময় নষ্ট না করে রাস্তায় আটকে পড়া মানুষজনের ওপর হামলা চালাল তারা।
তাঁদের কিছু বুঝতে না দিয়েই সর্বস্ব লুঠ করে নিয়ে পালাল ডাকাতরা। শতাধিক মানুষ কিছুক্ষণের মধ্যে সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র খোয়ালেন।
এভাবে ডাকাতি হতে দেখে কয়েকজন পুলিশে ফোনও করেন। কিন্তু তাঁদের অভিযোগ ডাকাতরা সব লুঠ করে নিয়ে চলে যাওয়ার পর পুলিশ সেখানে উপস্থিত হয়।
একটা শহরে রাস্তা আটকে একদল ডাকাত শতাধিক মানুষকে লুঠে নিল অথচ পুরো সময়ে পুলিশের দেখা মিলল না। তাঁদের অভিযোগ আসলে শহরটায় নাগরিক সুরক্ষা বলে কিছু নেই। মানুষের জীবন ও সম্পত্তি রক্ষিত হওয়ার সম্ভাবনা শূন্যতে এসে ঠেকেছে।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের করাচির কোরাঙ্গি ক্রসওয়েতে। করাচির মত শহরে এভাবে প্রকাশ্য দিবালোকে মানুষের সর্বস্ব লুঠ করে নিয়ে যাওয়াকে কেউই ভাল চোখে নিচ্ছে না।
এদিকে পুলিশ এমন কোনও ঘটনাই ঘটেনি বলে পাল্টা দাবি করেছে। তবে মানুষের চাপে একটা এফআইআর গ্রহণ করেছে।
একে প্রকাশ্য রাস্তায় এভাবে লুঠের শিকার হওয়া, তার ওপর পুলিশ এখন অস্বীকার করছে যে এমন কোনও ঘটনাই ঘটেনি, ফলে যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন মানুষজন। সোশ্যাল সাইটে এ নিয়ে তাঁদের ক্ষোভ আছড়ে পড়েছে। এত মানুষের ক্ষোভের মুখে কিন্তু অস্বস্তিতে করাচির পুলিশ প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা