পড়শি দেশে ডিজেলের দাম ২০০ টাকা প্রতি লিটার ছোঁয়ার অপেক্ষায়
জ্বালানির দামে জেরবার সাধারণ মানুষ। ডিজেলের দাম এক ভয়ংকর জায়গায় পৌঁছে যাচ্ছে। এরমধ্যেই আতঙ্ক আরও বাড়িয়ে ডিজেলের দাম ২০০ টাকা পার করতে চলেছে।
জ্বালানির জ্বালায় জ্বলছে ভারত। তরতর করে বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম। লাগামছাড়া পরিস্থিতি। যার জেরে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। মূল্যবৃদ্ধির জেরে দম বন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
যানবাহনের ভাড়ার পাশাপাশি জ্বালানির দাম বাড়ায় হুহু করে বাড়ছে জিনিসপত্রের দাম। দাম কমারও কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর মধ্যেই ভারতের পড়শি দেশে ডিজেলের দাম বৃদ্ধিতে ভারতের মানুষ সিঁদুরে মেঘ দেখছেন।
ভারতের পড়শি দেশ পাকিস্তানে ডিজেলের দাম লিটার প্রতি ২০০ টাকা ছাড়াতে চলেছে। আগামী ১৬ এপ্রিল থেকেই সে দেশে ডিজেলের দাম ২০৪ টাকা প্রতি লিটারে পৌঁছে যেতে পারে।
পাকিস্তানে সবে আসা নতুন সরকারের সামনে এখন একটা মস্ত চ্যালেঞ্জ হয়ে উঠেছে জ্বালানির দাম। বিশ্ব বাজারে যেভাবে তেলের দাম হুহু করে বাড়ছে তাতে এখন যা পরিস্থিতি হয় নতুন পাক সরকারকে ভর্তুকি দিয়ে পুরনো দাম ধরে রাখতে হবে। নয়তো তাদের দাম বাড়াতেই হবে। যা ২০৪ টাকা প্রতি লিটার ডিজেলে পৌঁছবে।
ইমরান সরকার ক্ষমতায় থাকাকালীন লিটারে ১০ টাকা করে ডিজেলের দাম কমিয়েছিল। এখন যদি পাকিস্তানের আমজনতার সমর্থন নতুন সরকারকে ধরে রাখতে হয় তাহলে তাদের ভর্তুকির পথে হাঁটা ছাড়া গতি নেই।
আর তা হলে আবার পাক রাজকোষে বড় ধাক্কা হবে এই ব্যয়ভার বহন। এখন নতুন পাক সরকার কতটা জন দরদী হতে পারে সেদিকে তাকিয়ে সে দেশের জনতা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা