পাকিস্তানের ২টি ট্রেনের সংঘর্ষে মৃত্যু হল ২০ জনের। আহত ৫০। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ পাকিস্তানের বন্দর শহর করাচির গদ্দাফি লান্ধি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। করাচির জুমা গোথ স্টেশনের ঢোকার সিগনালের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল ফরিদ এক্সপ্রেস। ঠিক সেই সময়ে ওই লাইনে থাকা জাকারিয়া এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটে এসে ধাক্কা মারে ফরিদ এক্সপ্রেসে।
দুর্ঘটনার জন্য ট্রেনের সিগনালিংয়ের দায়িত্বে থাকা আধিকারিকদের দোষই দেখছে রেল কর্তৃপক্ষ। মুলতান থেকে আসা জাকারিয়া এক্সপ্রেসকে সঠিক সিগনাল না দেওয়াতেই এক লাইনে ২টি ট্রেন এসে পড়ে বলে মনে করছেন তারা। দুর্ঘটনায় জাকারিয়া এক্সপ্রেসের ১টি বগি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে। ২টি ট্রেনের অনেকগুলি বগি লাইন থেকে ছিটকে বেরিয়ে গেছে। দুর্ঘটনার পর দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। গ্যাস কাটার দিয়ে বগির মোটা চাদর কেটে আটকে পড়া অনেক যাত্রীকে উদ্ধার করা হয়। স্তব্ধ হয়ে যায় করাচি থেকে ট্রেন চলাচল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।