সরকার সমস্যায়, দয়া করে চা খাওয়া কমিয়ে দিন, দেশবাসীকে অনুরোধ মন্ত্রীর
দেশের অর্থনীতিকে বাঁচাতে দয়া করে চা পান করা কমিয়ে দিন। এমনই এক আজব অনুরোধ করলেন প্রতিবেশি দেশের মন্ত্রী। কেন বলছেন তাও জানিয়েছেন তিনি।
দেশের মানুষ চা পান করতে ভালবাসেন। কিন্তু দেশের সে পরিস্থিতি আর নেই যে সরকার দেশের মানুষকে যথেষ্ট চা খাইয়ে যেতে পারবে। একেবারেই চা খাওয়া দেশের মানুষের যাতে বন্ধ না হয়ে যায় সেজন্য খুব বেশি হলে সারাদিনে ১ বা ২ কাপ চায়েই চা পানের আয়েশকে বেঁধে ফেলতে অনুরোধ করলেন পাকিস্তানের মন্ত্রী এহসান ইকবাল।
কিন্তু দেশের মানুষ তাঁর ঘরে বসে কয়েক কাপ চা খেলে সরকারের সমস্যা কি সে প্রশ্ন তো উঠতেই পারে। তবে সে উত্তর পরিস্কার করে দিয়েছেন পাক ফেডারাল মন্ত্রী।
এহসান ইকবাল জানিয়েছেন, পাকিস্তানের ভাঁড়ারে এখন বিদেশি মুদ্রা প্রায় নেই বললেই চলে। এদিকে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টাকার চা আমদানি করে পাকিস্তান।
গত বছর ৬০০ মিলিয়ন ডলার চা আমদানি করতে হয়েছে দেশের মানুষকে চা খাওয়াতে। এবার সে পরিস্থিতি নেই। সব ধরনের আমদানি চালিয়ে যেতে যে পরিমাণ বিদেশি মুদ্রার প্রয়োজন রয়েছে তা এখন তলানিতে গিয়ে ঠেকেছে।
আর মেরেকেটে ২ মাস চলতে পারে আমদানি। তারপর ধার করা ছাড়া গতি নেই। এই অবস্থায় বিপুল বিদেশি মুদ্রা খরচ করে চা আমদানি করা পাক সরকারের পক্ষে সম্ভব নয় বলেই জানিয়েছেন তিনি। তাই দেশের অর্থনীতির কথা মাথায় রেখে চা পান কমিয়ে ফেলার জন্য দেশবাসীকে অনুরোধ করেছেন ইকবাল।
বিদ্যুৎ বাঁচাতে সাড়ে ৮টার মধ্যে দেশের সব দোকানপাট বন্ধ করে ফেলার অনুরোধও করেছেন এহসান ইকবাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা