৫০০ টাকা কেজি টমেটো, দেখা যাচ্ছে কিন্তু কেনা যাচ্ছেনা
১ কেজি টমেটোর দাম ৫০০ টাকা, ভাবনার বাইরে হলেও এটাই এখন বাস্তব। প্রবল বন্যার জেরে টমেটোর আকাশছোঁয়া দামে তাকে দেখা যাচ্ছে, কিন্তু কেনা যাচ্ছেনা।
৫০০ টাকা দিয়ে ১ কেজি টমেটো কেনার মত আর্থিক সক্ষমতা হাতেগোনা মানুষেরই রয়েছে। ফলে টমেটো বাজারে আসছে বটে। কয়েকটি দোকানে দেখাও যাচ্ছে। কিন্তু আমজনতার জন্য তা এখন কেবল দেখার বস্তুতে পরিণত হয়েছে। কেনার নয়। আপাতত এই লাল টুকটুকে আনাজ ছাড়াই রান্নার কথা ভাবতে হচ্ছে সিংহভাগ মানুষকে।
বন্যার দাপট যত বাড়ছে ততই আনাজের দাম হুহু করে রকেট গতিতে চড়ছে। শুধু টমেটো বলেই নয়, পেঁয়াজ থেকে শুরু করে আদা, রসুন এমনকি পাতিলেবুও ধরাছোঁয়ার বাইরে চলে গেছে।
এটাই এখন চিত্র পাকিস্তানের বন্দর শহর লাহোরের। শুধু লাহোর বলে নয়, গোটা পাকিস্তান জুড়েই এখন আনাজের দাম আগুন। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় আনাজ।
যে পেঁয়াজ পাকিস্তানে কখনও ১০০ টাকা কেজির ওপর চড়েনি, সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। পাতিলেবু ১ কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। অনেক আনাজের দামই ৫ থেকে ৬ গুণ বেড়ে গেছে মাত্র কয়েকদিনের ব্যবধানে।
বন্যায় পাকিস্তানের অনেক জায়গায় ফসলের ক্ষতি হয়েছে। যার আঁচ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন সাধারণ মানুষ। বিক্রেতাদের দাবি, তাঁদের এই দামে বিক্রি করতে হচ্ছে, কারণ তাঁদেরও পাইকারি বাজার থেকে চড়া দামে এসব আনাজ কিনে আনতে হচ্ছে। ফলে তাঁদের কিছুই করার থাকছে না।
বন্যার জেরে গম থেকে তুলো, পাট সব চাষেরই ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। মৃত্যুও হয়েছে শতাধিক মানুষের। পাকিস্তানের অধিকাংশ নদীই বিপদসীমার ওপর দিয়ে বইছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা