বিশাল স্টেডিয়ামে বিন্দুমাত্র জায়গা নেই, তবে খেলা বা অনুষ্ঠান দেখতে নয়
একটা বিশাল স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে দর্শকদের জন্য সব আসন কানায় কানায় পূর্ণ। তবে কেউই সেখানে খেলা বা অনুষ্ঠান দেখতে আসেননি।
ঝলমলে রোদ এসে আছড়ে পড়ছে স্টেডিয়াম জুড়ে। স্টেডিয়ামের মাঝে বিশাল মাঠ। চারধার দিয়ে গোল করে দর্শকাসন। যেখানে ৩০ হাজারের ওপর দর্শক বসে খেলা দেখতে পারেন।
সেই স্টেডিয়ামে দর্শক আসন দেখা গেল কানায় কানায় ভর্তি। কোথাও তিল ধারণের জায়গা নেই। অথচ সেখানে কোনও খেলা নেই। নেই কোনও অনুষ্ঠান। নেই কোনও উৎসবও। তা সত্ত্বেও দর্শকাসন পূর্ণ কেন? এ প্রশ্ন মনে আসা ভুল নয়।
দর্শকদের সকলেই তরুণ প্রজন্মের। স্টেডিয়ামে কেবল তরুণ তরুণীদের ভিড়। তাঁদের হাতে রয়েছে খাতা পেন। তাঁরা পরীক্ষা দিচ্ছেন।
পুরো স্টেডিয়াম জুড়ে দর্শকাসন হয়ে উঠেছিল পরীক্ষার হল। সেখানেই ৩০ হাজারের ওপর পরীক্ষার্থী পরীক্ষা দিলেন। চাকরির পরীক্ষা।
এমন চমক লাগিয়ে দেওয়া ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। সেখানে ইসলামাবাদ পুলিশে ১ হাজার ১৬৭ জন কর্মী নিয়োগ হবে। তার জন্য পরীক্ষা দিতে হাজির হয়েছিলেন ৩০ হাজারের ওপর তরুণ তরুণী। যাঁরা পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন। স্টেডিয়ামের দর্শকাসনে বসেই তাঁরা পরীক্ষা দেন।
প্রসঙ্গত পাকিস্তানে বেকারত্ব বেড়েই চলেছে। দেশের ৩০ শতাংশের ওপর তরুণ তরুণী বেকার। ফলে একটা চাকরির খবর হলেই উপচে পড়ছে তরুণ প্রজন্মের ভিড়।
একটা চাকরি শিকেয় ছিঁড়তে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন তাঁরা। পরীক্ষায় বসছেন। যদি একটা চাকরি জুটে যায়। আর সে চাহিদা যে কোথায় পৌঁছেছে তা ওই কানায় কানায় ভর্তি স্টেডিয়াম থেকেই স্পষ্ট।