রান্নার গ্যাসের হাহাকার সামলাতে প্লাস্টিক প্যাকেটই এখন ভরসা
রান্নার গ্যাসের হাহাকার ক্রমশ প্রকট হচ্ছে। সেই পরিস্থিতিতে এখন সাধারণ মানুষের একটাই ভরসা, প্লাস্টিকের প্যাকেট। রাস্তায় অনেকের হাতেই দেখা যাচ্ছে বেলুনের মত প্যাকেট।
হঠাৎ করে দেখলে বেলুন বলে মনে হতেই পারে। অতিকায় বেলুন। তবে সেগুলি ঠিক বেলুন নয়। আসলে প্লাস্টিকের প্যাকেট। সেইসব বিশাল ফোলা প্লাস্টিকের প্যাকেটগুলিই এখন সাধারণ মানুষের অগতির গতি হয়ে উঠেছে।
দেশজুড়ে যেভাবে ক্রমশ রান্নার গ্যাসের সংকট শুরু হয়েছে, যেভাবে খবর সামনে আসছে যে রান্নার গ্যাসের ভাণ্ডার ক্রমশ কমে আসছে দেশে, সেখানে এই প্যাকেট বাড়ি নিয়ে গিয়ে কিছুদিনের জন্য নিশ্চিন্ত হওয়ার চেষ্টা চালাচ্ছেন সাধারণ মানুষ।
প্যাকেটগুলি সাধারণ প্যাকেট নয়। প্লাস্টিকের প্যাকেটগুলি ফুলে থাকছে এলপিজি গ্যাসে। যাকে রান্নার গ্যাস হিসাবেই মানুষ জানেন।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকা থেকে বেশ কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যাচ্ছে এমন প্লাস্টিকের প্যাকেট নিয়ে রাস্তা দিয়ে চলেছেন মানুষজন।
প্লাস্টিকের প্যাকেটগুলি সাধারণ প্যাকেট নয়। পাকিস্তানের গ্যাস পাইপলাইন সরাসরি বেশ কয়েকটি গ্যাস সরবরাহকারী দোকানের সঙ্গে যুক্ত। সেখানে এই প্লাস্টিকের প্যাকেটে পাইপ থেকে সরাসরি গ্যাস ভরা হচ্ছে।
তারপর প্যাকেটের মুখ নজেল এবং ভালব দিয়ে আটকে দেওয়া হচ্ছে। যাতে এলপিজি লিক না করে। বাড়িতে ব্যবহারের সময় ছোট ইলেকট্রিক সাকশন পাম্প দিয়ে গ্যাস জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে। রান্নাবান্না হচ্ছে।
পাকিস্তানে গ্যাসের সংকট আগামী দিনে কোথায় গিয়ে ঠেকবে তা সেখানকার বাসিন্দাদেরও অজানা। তবে একটা আশঙ্কা থেকে এমন প্যাকেট ভর্তি রান্নার গ্যাস বাড়িতে মজুত করে রাখার প্রবণতা ক্রমশ সেখানে বেড়ে চলেছে। ইন্টারনেটে সেই খবরই ছড়িয়ে পড়ছে।