পাকিস্তান কি আদৌ ভারতে খেলতে আসবে, চূড়ান্ত সিদ্ধান্ত জানাল পাক সরকার
আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান কি ভারতে খেলতে আসবে। সেই লাখ টাকার প্রশ্নে তাদের অবস্থান এবার স্পষ্ট করে জানিয়ে দিল পাকিস্তান সরকার।
আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ভারতে হতে চলেছে। সেখানে কি আদৌ পাকিস্তান খেলতে আসবে? ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক যে তলানিতে পৌঁছেছে তাতে পাকিস্তান তাদের ক্রিকেট দল আদৌ ভারতে পাঠাবে কিনা তা নিয়ে প্রশ্ন ছিলই। সকলেই তাকিয়েছিলেন বাবরদের ভারতে খেলতে আসা নিয়ে পাক সরকারের চূড়ান্ত ফয়সালা কি হবে সেদিকে।
অবশেষে সেই জল্পনায় জল ঢেলে পাক বিদেশ মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল অক্টোবর নভেম্বর জুড়ে হতে চলা ক্রিকেট বিশ্বকাপে ভারতে খেলতে আসবে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান সরকারের ভারতে তাদের ক্রিকেট দল পাঠানো নিয়ে কোনও আপত্তি নেই। দ্বিপাক্ষিক সম্পর্ক যাই হোক তা আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে কোনও বাধা হয়ে দাঁড়াবে না।
সেই সঙ্গে পাক বিদেশ মন্ত্রকের অফিসের তরফে এটাও জানানো হয়েছে, যদিও এশিয়া কাপে ভারত পাকিস্তানে তাদের দল পাঠাতে চায়নি, তা সত্ত্বেও পাক সরকার ক্রীড়াক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে বাধা হয়ে দাঁড়াতে দেবেনা।
পাশাপাশি তাদের দলের ভারতে বিশ্বকাপ খেলাকালীন দলের খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাক বিদেশ মন্ত্রক। তারা জানিয়েছে, পাকিস্তান আশা করে ভারতে থাকাকালীন তাদের ক্রিকেট দলের সুরক্ষায় যেন কোনও ফাঁক না থাকে।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল তাদের ক্রিকেট দল ভারতে খেলতে যাবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাক সরকার।
তারা এটাও তখন জানিয়েছিল যে ভারতে যদি তাদের দল খেলতে আসেও তাহলে আসার আগে তারা একটি প্রতিনিধিদল পাঠাবে। দলটি এসে ভারতে তাদের খেলোয়াড়দের জন্য নেওয়া সুরক্ষা বন্দোবস্ত খতিয়ে দেখে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা