ভারতীয় সিনেমার গানে পড়শি দেশে চুটিয়ে নাচল টিরেক্স ডাইনোসরেরা
ডাইনোসরদের খবর যাঁরা রাখেন তাঁরা জানেন টিরেক্স হল ডাইনোসরদের মধ্যে অন্যতম হিংস্র চরিত্রের প্রজাতি। সেই টিরেক্সদের যে নাচতে দেখা যাবে তা কেউ ভাবেননি।
ডাইনোসর নিয়ে মানুষের উৎসাহ আগেও ছিল, এখনও আছে। তাদের সম্বন্ধে যত তথ্য জানা যাচ্ছে তত তাদের নিয়ে কৌতূহলও বাড়ছে। ছোটদের মধ্যে ডাইনোসর নিয়ে একটা কৌতূহল তো থাকেই। এই ডাইনোসরদের মধ্যে আবার অন্যতম হিংস্র প্রজাতি হল টিরেক্স।
যাদের ডাইনোসরদের অন্য প্রজাতিরাও সমঝে চলত। তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখত। সেই আপাদমস্তক হিংস্র টিরেক্স ডাইনোসররা যে ভাল সুর পেলে নাচতেও পারে তা এবার দেখা গেল। যা ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে।
পাঞ্জাবি গান নাচ পঞ্জাবনের তালে তাল মিলিয়ে পাকিস্তানের ইসলামাবাদে দেখা গেল এই ডাইনোসরের নাচ। ইসলামাবাদে ডাইনো ওয়ার্ল্ড নামে যে বিনোদন পার্কটি রয়েছে সেখানে এই ডাইনোসরের নাচ দেখতে মানুষের ভিড় জমে যায়।
ডাইনোসরের অতিকায় সব পোশাক পরে পঞ্জাবি গানের তালে তালে এই পার্কে কয়েকজন নেচে ওঠেন। এটা ওই ডাইনো পার্কের একটি বিনোদন অনুষ্ঠান। যা পার্কের তরফে আয়োজন করা হয়েছিল।
কিন্তু ডাইনোসরদের জনপ্রিয় গানের তালে নাচতে দেখে এখানে আসা সকলেই থমকে দাঁড়িয়ে পড়েন। মোবাইল বার করে ছবিও তোলেন। তারপর সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
পাকিস্তানে ডাইনোসরের পোশাকে এই নাচ ডান্সিং ডাইনোসর নামে প্রবল জনপ্রিয়তা পেয়েছে পৃথিবী জুড়ে। সকলেই উপভোগ করেছেন এই নাচের ছবি।
বরুণ ধাওয়ান, কিয়ারা আডবাণী, অনিল কাপুর অভিনীত সিনেমা যুগ যুগ জিও-তে এই গানটি ব্যবহার হয়েছিল। সেই গানের তালে এবার পাকিস্তানে নাচল ডাইনোসররা।