বড় মুখ করে বন্ধ করেছিল। সেই গুমোর কয়েকদিনেই উধাও। এবার ১৮০ ডিগ্রি ঘুরে পাকিস্তানে ভারতীয় সিনেমা দেখানো ফের শুরু করল সে দেশের ফিল্ম ডিস্ট্রিবিউটর ও হল মালিকরা। উল্টে তারাই এখন বলছে ভারতীয় ফিল্মকে তারা সাহায্য করতে চায়। বদলে তারা চায় ভারতও তাদের সাহায্য করুক।
উরি হামলার পর ইম্পা ভারতে পাক শিল্পী ও টেকনিশিয়ানদের কাজ করায় নিষেধাজ্ঞা জারি করে। তাতে রাগ দেখিয়ে পাল্টা পাকিস্তানে ভারতীয় সিনেমার প্রদর্শনই বন্ধ করে দেয় পাকিস্তানের ফিল্ম ডিস্ট্রিবিউটর ও হল মালিকরা। কিন্তু কী ভুল তারা করেছে তা হাড়েহাড়ে টের পায় কয়েকদিনের মধ্যেই।
পাকিস্তানের হল বেঁচে আছে মূলত ভারতীয় সিনেমার জোরে। তাই ভারতীয় সিনেমা বন্ধ হওয়ায় মার খাচ্ছিল হলগুলো। ফাঁকা হলে মাছি তাড়াচ্ছিলেন হল মালিকরা। তাই ট্যাঁকে টান আটকাতে এবার পাকিস্তানে ভারতীয় সিনেমার প্রদর্শন ফের চালু করা হল বলে জানিয়েছে পাক ফিল্ম এক্সিবিটর্স অ্যাসোসিয়েশন। এই কদিনে যেসব ভারতীয় সিনেমা পাকিস্তানে মুক্তি পায়নি সেগুলিই প্রথমে দেখানো হবে বলে জানিয়েছে তারা।