World

সরকারের বিরুদ্ধে মামলা করল ৩ বছরের শিশু

খোদ সরকারের বিরুদ্ধেই মামলা ঠুকে দিল এক ৩ বছরের ছোট্ট মেয়ে। শিশু কন্যার এই মামলা কিন্তু অনেক বড় সামাজিক সমস্যার দিকে আঙুল তুলে দিয়েছে।

প্রাদেশিক সরকারের বিরুদ্ধে মামলা আগেও হয়েছে। কিন্তু ৩ বছরের এক শিশু কন্যা এগিয়ে এসে খোদ হাইকোর্টে মামলা করেছে এমন নজির নেই। ফলে এই মামলার বিষয় যেমন মানুষের নজর কেড়েছে, তেমনই নজর কেড়েছে ৩ বছরের ওই কন্যাও।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে লাহোর। যা পাকিস্তানের পঞ্জাব প্রদেশের রাজধানী শহরও। এমনকি লাহোর এমন এক শহর যার নাম পাকিস্তানের গুটিকয়েক অতি পরিচিত শহরের তালিকায় পড়ে।


সেই লাহোর ছেয়ে আছে ধোঁয়াশায়। ধোঁয়াশা এতটাই যে দৃশ্যমানতা পর্যন্ত কমে গেছে। দূষণ এমন মাত্রা ছাড়া অবস্থায় পৌঁছে গেছে যে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে সবচেয়ে ওপরে নাম রয়েছে লাহোরের।

শহরের বহু মানুষ হাসপাতালে। প্রায় প্রত্যেকের সমস্যা একটাই। শ্বাসের সমস্যা। এই শ্বাসের সমস্যা এমন পর্যায়ে পৌঁছে গেছে যা মহামারির মত ছড়াচ্ছে।


আমল শেখেরা নামে লাহোরের বাসিন্দা ৩ বছরের এক শিশু কন্যা এই সমস্যা নিয়েই পঞ্জাবের প্রাদেশিক সরকারের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে মামলা দায়ের করেছে। তার দাবি, সরকার তার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার সুনিশ্চিত করতে ব্যর্থ।

কারণ পাকিস্তানের সংবিধানের ৯৯এ ধারায় সকলকে পরিস্কার ও স্বাস্থ্যকর আবহাওয়া দেওয়ার দায়িত্ব সরকারের বলে উল্লেখ করা আছে। আমল আরও জানিয়েছে সরকার তাকে, তার বন্ধুদের এবং আগামী প্রজন্মকে স্বাস্থ্যকর আবহাওয়া দিতে ব্যর্থ হয়েছে।

এই মামলা পাকিস্তানে এখন বড় চর্চার বিষয় হয়ে উঠেছে। পঞ্জাব সরকারের জন্য যথেষ্ট অস্বস্তিরও কারণ হয়েছে এই মামলা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button