World

বিয়েবাড়িতে আকাশ থেকে টাকার বৃষ্টি, কারা করল এ কাজ

একটি বিয়েবাড়ির ওপর টাকার বৃষ্টি হচ্ছে। এ ছবি ছড়িয়ে পড়তে রীতিমত হইচই পড়ে যায়। কি হয়েছিল, কেন টাকার বৃষ্টি, তাও জানা গেল।

একটি বিয়েবাড়ি। কনেপক্ষের তরফে কোনও ত্রুটি রাখা হয়নি। সেই বিয়েবাড়ির ওপর উড়ে এল একটি বিমান। বিয়েতে উপস্থিত সকলেই উপরের দিকে চেয়ে দেখেন। আর তা দেখতে গিয়েই তাঁরা যা দেখেন তারপর আর মাথা নামাতে পারেননি।

আকাশের দিকেই নজর আটকে যায় তাঁদের। বিমান থেকে কাঁড়ি কাঁড়ি টাকার বৃষ্টি হচ্ছে। আর তা যে ওই বিয়েবাড়িকে লক্ষ্য করেই করা হচ্ছে তা বুঝতে এতটুকু কারও অসুবিধা হয়নি। ঝাঁকে ঝাঁকে টাকা হাওয়ায় ভেসে ভেসে ক্রমে এসে পড়ে বিয়েবাড়ির বিশাল চত্বর জুড়ে।


এই ছবি ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়ার পর সকলেই বোঝার চেষ্টা করেন ব্যাপারটা কি? জানা যায় ওটা আর কেউ নয়, বরপক্ষের কাজ।

বরপক্ষই কনের বাড়ির ওপর ওই বিপুল টাকার বর্ষণ করে। এই ছবি পাকিস্তানের বলে জানা গেছে। পাকিস্তানে ক্রমে এমন বিপুল খরচের বিয়ের সংখ্যা বাড়ছে। সেখানে এমন সব কাণ্ড হচ্ছে যা খবরে জায়গা করে নিচ্ছে। মানুষের নজর কাড়ছে।


বিমান ভাড়া করে বরপক্ষ কনেপক্ষের বাড়িতে এই টাকার বৃষ্টি করার পর অতিথিদের মধ্যে টাকা কুড়োনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এই ভিডিও-র সত্যতা অবশ্য নীলকণ্ঠ ডট ইন যাচাই করেনি।

তবে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেকে এ প্রশ্নও তুলছেন যে পাকিস্তানে যেখানে আর্থিক সংকট প্রকট বলেই খবর, সেখানে এমন টাকা উড়িয়ে বিয়ে কোন বার্তা দিচ্ছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button