World

পালিয়ে বিয়েতে সাহায্য, কিশোরীকে পোড়াল কাউন্সিল

Pakistani Girl Burnedপাশের গ্রামের প্রেমিক-প্রেমিকার পালিয়ে বিয়েতে সাহায্য করেছিল সে। এই অপরাধে ১৬ বছরের এক কিশোরীকে পুড়িয়ে মারার নির্দেশ দিল কাউন্সিল সদস্য বা মোড়লরা। হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে ডোঙ্গা গালি গ্রামে। পুলিশ জানিয়েছে, পালিয়ে বিয়ে ওখানকার সমাজে অপরাধ। আর তাতে সাহায্য করাও অপরাধ। একটি ভ্যানে করে রাতের অন্ধকারে ছেলে-মেয়ে দুটি পালিয়ে যাওয়ার পর গ্রামের লোকজন জানতে পারে এই পালিয়ে বিয়েতে তাদের সবরকম সাহায্য করেছে ১৬ বছরের কিশোরীটি। গ্রামে ওই মেয়েটির বাড়ির সকলের সামনেই বিচারসভা বসে। বিচারের পর গ্রামের প্রধানরা নির্দেশ দেয় মেয়েটিকে পুড়িয়ে মারা হোক। পুলিশের দাবি এই নির্দেশ যখন দেওয়া হয় তখন তা চুপচাপ মেনে কার্যত সম্মতিই দেন মেয়েটির বাড়ির লোকেরা। এরপর মেয়েটিকে একটি ওষুধ দিয়ে বেহুঁশ করে দেওয়া হয়। তারপর বসিয়ে দেওয়া হয় সেই ভ্যানে যেটিতে করে নবদম্পতিকে পালিয়ে যেতে সাহায্য করেছিল সে। মেয়েটির হাত-পা বেঁধে তার গায়ে ও গাড়িতে পৈশাচিক উল্লাসে ঢেলে দেওয়া হয় পেট্রোল। তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়। এমন পাশবিক ঘটনার পর এই নির্দেশের সঙ্গে যুক্ত ১৫ জন গ্রাম প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। নীরবে সব মেনে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মেয়েটির মা ও দাদাকে। তবে যে নবদম্পতিকে ওই কিশোরী পালিয়ে বিয়েতে সাহায্য করেছিল তাদের নাগাল পায়নি গ্রামের লোকেরা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button