মহাভারতে ধৃতরাষ্ট্রের ১০০ সন্তানের কথা সকলের জানা। সেই মহাকাব্যিক গাথার প্রায় কাছাকাছি একটা কিছু করে দেখালেন পাকিস্তানের ৩ পিতা! ৩ জনে মিলে ৯৬ সন্তানের জন্ম দিলেন তাঁরা। এঁদের মধ্যে জান মহম্মদ আবার আরও একধাপ এগিয়ে একাই ১০০ সন্তানের জন্ম দিতে বদ্ধপরিকর। ৩ স্ত্রী থাকার পরও সেঞ্চুরি হাঁকাতে হন্যে হয়ে চতুর্থ পাত্রী খুঁজছেন তিনি। কিন্তু কোনও পাত্রী রাজি হচ্ছেননা। তাতে কী! হাল ছাড়তে নারাজ জান। তাঁর খোঁজ অব্যাহত।
পাকিস্তানের আদমশুমারিতে দেখা গেছে কাজকর্মের তেমন সংস্থান না থাকলেও পাকিস্তানে সন্তান জন্মের অন্ত নেই। ঈশ্বরের দান হিসাবেই তাদের গ্রহণ করছেন বাবা-মা। ঈশ্বর যখন জন্ম দিয়েছেন তখন তাদের খাওয়ার বন্দোবস্তও পাকা করা আছে বলেই বিশ্বাস অনেকের। এঁদের মধ্যে আবার ‘আউটস্ট্যান্ডিং পারফরমেন্স’-জন্য নাম করেছেন ৩ জন। ৩৬ সন্তানের জন্ম দেওয়ার পর গুলজার খানের দাবি, সন্তান ঈশ্বরের সৃষ্টি। তিনি সেখানে বাধা হবেন কেন? গুলজাররা আবার ১৫ ভাইবোন। তাঁর এক দাদা মস্তান খান ওয়াজিরের ৩ স্ত্রী। ২২ সন্তানের পিতা মস্তানের এখন বয়স ৭০ বছর। এখনও সন্তানের স্বপ্ন দেখেন তিনি। সন্তানের সংখ্যার নিরিখে তৃতীয় ও সবচেয়ে চর্চিত নাম বোধহয় বালুচিস্তানের জান মহম্মদ। তাঁর ৩৮টি সন্তান বর্তমান। কিন্তু তিনি এত সহজে হাল ছাড়তে নারাজ! সেঞ্চুরি না হাঁকানো পর্যন্ত তিনি থামবেন না বলেই বুঝিয়ে দিয়েছেন জান। এদিকে বিশ্বব্যাঙ্ক সাফ জানিয়েছে গড়ে পাকিস্তানে মহিলা পিছু ৩টি করে সন্তান রয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পাক নাগরিকের সংখ্যা। কিন্তু কাজ কোথায়? এই অবস্থায় সম্পদে টান পড়তে বাধ্য। কিন্তু সেসব কথায় কান দিতে নারাজ পাকিস্তানের অনেক পিতা-মাতা। বরং অন্যান্য মুসলিমদের প্রতি তাঁদের আহ্বান যত পারেন সন্তানের জন্ম দিন। সংখ্যায় তাঁরা যত বাড়বেন ততই সকলে তাঁদের ভয় পাবেন!