
প্রেমবিবাহের পক্ষে সওয়াল করায় খুন হতে হল এক সাংবাদিককে। অভিযোগ এক তরুণী পরিবারের অমতে তাঁর পছন্দের পুরুষকে বিয়ে করেন। আর তাঁর সেই প্রেমবিবাহকে সমর্থন করেন ওই সাংবাদিক। অভিযোগ এই কারণে বছর তিরিশের আজমল জোয়াকে গুলি করে নৃশংসভাবে খুন করে তরুণীর পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের লোধরানে। পুলিশ জানিয়েছে, আজমল শুধু বিয়েতে সমর্থনই করেননি, নবদম্পতির সুরক্ষা সুনিশ্চিত করতে জেলা আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছিলেন তরুণীর পরিবারকে। পরে তিনি যখন তাঁর মোটরবাইকে করে ফিরছিলেন তখনই তাঁর ওপর চড়াও হয় তিন বন্দুকবাজ। খুব কাছ থেকে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। গুলি লাগে আজমলের সঙ্গে থাকা তাঁর মাসতুতো ভাইয়েরও। এদিকে আজমলকে এভাবে গুলি করে খুনের ঘটনায় পঞ্জাব প্রদেশ জুড়ে আম জনতা রাগে ফুঁসছেন।