কান্ট্রি রিপোর্ট অন টেররিজম, মার্কিন বিদেশমন্ত্রকের এই রিপোর্টে ফের চাপে পাকিস্তান। কারণ আমেরিকা পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা দেশ হিসাবে তালিকাভুক্ত করেছে। লস্কর-ই-তৈবা ও জৈশ-ই-মহম্মদ, এই সন্ত্রাসবাদী সংগঠন পাকিস্তানের মাটিতে বসে তাদের অপারেশন চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সেকথা বারবার জানিয়েছে ভারত। এবার ভারতের সেই দাবিকে মান্যতা দিল ট্রাম্পের আমেরিকা। তারাও জানাল, লস্কর, জৈশদের নিশ্চিন্ত আশ্রয়ের বন্দোবস্ত করেছে পাকিস্তান। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই গ্রহণ করছে না পাক সরকার। তাই সন্ত্রাসবাদ মদতদাতা দেশ হিসাবে চিহ্নিত করা হল পাকিস্তানকে।
মার্কিন মুলুক থেকে অর্থনৈতিক ও সামরিক যেসব সাহায্য পাকিস্তান পেয়ে থাকে সেগুলি এই সিদ্ধান্তের ফলে প্রভাবিত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। অন্যদিকে ভারত এতদিন যে দাবি বারবার করে এসেছে তাও আমেরিকার এই সিদ্ধান্তে মান্যতা পেল। আর পাকিস্তান বিশ্বের দরবারে আরও পিছনের সারিতে চলে গেল।