সকালে হয়েছিল কাবুলে। দুপুরে হল লাহোরে। লাহোরের মডেল টাউন হলে তখন বৈঠক করছিলেন পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী তথা পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। কাছেই আরফা করিম টাওয়ারের কাছে তখন জবরদস্তি কব্জা করে থাকা জমি থেকে উৎখাতের কাজ করছিল পুলিশ। পাক সংবাদ মাধ্যমের দাবি, সেই সময়ে এক ব্যক্তি পুলিশের কাছে এসে গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়।
মুহুর্তে বদলে যায় পরিস্থিতি। লাহোরের মত ব্যস্ত শহরে এমন আত্মঘাতী হানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৫ জনের। ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের মূল লক্ষ্যই ছিল পুলিশ। তবে বিস্ফোরণের দায় কোনও সংগঠন স্বীকার করেনি।