পানামা পেপারস কাণ্ডে নাম জড়িয়ে দেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। পদত্যাগের পর তাঁর সুপারিশেই ওই পদে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে নাম উঠে আসে দেশের প্রাক্তন তেলমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির। দল তাঁকে বেছে নিলেও বাকি ছিল দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠের সমর্থন প্রমাণ করা। সেই সাংবিধানিক রীতি পূরণ করতে এদিন ভোটাভুটি হয় পাক পার্লামেন্টে।
৩৪২ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ২২১টি ভোট পান আব্বাসি। পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) পাকিস্তানের শাসক দল। ফলে এই ভোটাভুটি ছিল নেহাতই নিয়মরক্ষা। সেই নিয়মরক্ষার কাজটাই এদিন হয়ে গেল পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে। দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন আব্বাসি।
এদিন ভোটাভুটিতে জয়ের পর ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আয়াজ সাদিক প্রধানমন্ত্রীর চেয়ার গ্রহণ করার জন্য আব্বাসিকে অনুরোধ করেন। এরপর পার্লামেন্টে বক্তব্য রাখেন শাহিদ খাকান আব্বাসির।