World

ভারতকে মার্কিন ড্রোন সরবরাহ, পাকিস্তানের প্রবল আপত্তি

ভারতকে কোনও মার্কিন সাহায্য দেওয়াকে কোনওদিনই পাকিস্তান ভালো চোখে দেখেনি। যার ব্যতিক্রম ঘটল না এবারেও। ভারতকে সামরিক ড্রোন দেওয়ার মার্কিন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করল পাকিস্তান। ভারতের হাতে মার্কিন সামরিক ড্রোন এলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলেই মনে করছে ইসলামাবাদ।

ভারতকে সামরিক সাহায্যের অঙ্গ হিসেবে ড্রোন দেওয়ার ব্যাপারে আমেরিকা ভেবে দেখছে। ট্রাম্প প্রশাসনের এক আধিকারিকের এই বক্তব্যের ১ দিন পরেই পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া মুখ খোলেন। জাকারিয়ার দাবি, আঞ্চলিক শান্তি ও স্থায়িত্ব বজায় রাখার নিরলস চেষ্টা পাকিস্তান করে থাকে। সেই প্রচেষ্টা এই ঘটনায় বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর আরও দাবি, নিয়ম না মেনে যে কোনও ধরণের ড্রোন সরবরাহ এমটিসিআর বা মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম-এর রূপরেখার পরিপন্থী।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button