পাকিস্তানে এবার মানববোমার কাজ করল এক কিশোর। তাও আবার যে সে জায়গায় নয়। পাকিস্তানের বহিষ্কৃত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়ির কাছেই নিজেকে উড়িয়ে দেয় সে। ঘটনায় প্রাণ হারালেন ৯ জন। যার মধ্যে ৫ জন পুলিশকর্মী। ২৫ জন গুরুতর আহত। গত বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে।
লাহোরের একটি পুলিশ চেকপোস্টের সামনে বিস্ফোরণটি ঘটে। তালিবানের তরফে এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানাচ্ছে পাক পুলিশ। যে তালিবান কিশোর মানববোমা বিস্ফোরণ ঘটিয়েছে তার তীব্রতা ভয়ংকর ছিল বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে। বহুদূর পর্যন্ত সেই শব্দ শোনা গেছে। বিস্ফোরণে আশপাশের অনেক সম্পত্তির ক্ষতি হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, পুলিশ চেকপোস্টের কাছে ওই কিশোরকে আটকানো হলে সে জোর করে ঢুকতে যায়। তখন তাকে পুলিশ কর্মীরা আটকালে সে নিজেকে উড়িয়ে দেয়। তবে ওই কিশোরের বয়স ঠিক কত তা এখনও জানা যায়নি।