পাকিস্তানে সাধারণ নির্বাচন আগামী ২৫ জুলাই। তার আগে এখন জোরকদমে চলছে ভোট প্রচার। আবার শুক্রবারই মেয়ে মরিয়মকে নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেশে ফেরা এবং দেশে পা দিলেই তাঁর গ্রেফতারির সম্ভাবনা নিয়ে এদিন সকাল থেকেই উত্তপ্ত ছিল পাক রাজনীতি। এর মধ্যেই দক্ষিণ পশ্চিম বালুচিস্তানের মাস্তুঙ্গ এলাকায় নবনির্মিত বালুচিস্তান আওয়ামী পার্টির নেতা মীর সিরাজ রাইসানি নির্বাচনী জনসভা করছিলেন। সেই জনসভায় এদিন জোড়াল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় হাজারের ওপর মানুষের ভিড় মুহুর্তে শ্মশানের চেহারা নেয়। রক্তাক্ত হয় রাজপথ। মৃত্যু হয় মীর সিরাজেরও। এছাড়া এখনও পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনও আরও প্রায় ১০০ জন আহত অবস্থায় চিকিৎসাধীন। যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিক তদন্তের পর বালুচিস্তান প্রশাসনের তরফে জানানো হচ্ছে ভিড়ের মধ্যে মিশে এক ব্যক্তি গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। এই মানব বোমা বিস্ফোরণ যেহেতু একেবারে ভিড়ের মাঝে ঘটেছে তাই তার ভয়াবহতাও ভয়ংকর। এই নিয়ে এবারের নির্বাচনী প্রচারের মাঝে ৩টি বিস্ফোরণের ঘটনা ঘটল। যারমধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ। এখনও কোনও সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।