কখনও তারা আক্রমণ হেনেছে সেনা ছাউনিতে, কখনও হোটেলে, কখনও বা শিক্ষা প্রতিষ্ঠানে। হত্যা করেছে ১৯ জন সুরক্ষাকর্মীকে। ৩ জন আমজনতাকে। অনেক মানুষ তাদের সন্ত্রাসবাদী হানায় আহত হন। পাকিস্তানের সোয়াট উপত্যকায় তাদের চালানো সন্ত্রাসবাদী কার্যকলাপের সাজা হল তাদের। পাকিস্তান সেনার তরফে জানানো হয়েছে, সে দেশের সেনা আদালত পাকিস্তানে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের ১৪ জন জঙ্গিকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। অন্য ৮ জঙ্গিকে কারাগারে পাঠানো হয়েছে।
পাকিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপের ঘটনা নতুন কিছু নয়। সোয়াট উপত্যকা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। যে সব জঙ্গি পাক সেনার কব্জায় এসেছে তাদের বিচার চালাচ্ছিল পাক সেনা আদালত। আর সেই আদালতেই এদিন ১৪ জনের মৃত্যুদণ্ড নিশ্চিত হয়ে গেল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)