খ্রিস্টান ধর্মাবলম্বী মহিলা এশিয়া বিবিকে অবিলম্বে পাকিস্তান ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার পরামর্শ দিলেন তাঁরই আইনজীবী। তিনি জানিয়েছেন, পাকিস্তানে সুরক্ষিত নন তাঁর মক্কেল। মুক্তি পাওয়ার পর যে কোনও সময়ে তাঁর সঙ্গে যে কোনও কিছু ঘটতে পারে। গত বুধবারই এশিয়া বিবির মৃত্যুদণ্ড রদ করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ম নিন্দার অভিযোগও নাকচ করে দিয়েছে আদালত।
এই নির্দেশ প্রকাশ্যে আসার পরই তার প্রতিবাদে পাকিস্তানের কট্টরপন্থী ইসলামপন্থী পার্টি তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। বিভিন্ন রাস্তা অবরোধ করা হয়। রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। যে বিক্ষোভের আগুন বৃহস্পতিবারও জ্বলছে। সারা পাকিস্তান জুড়েই এই বিক্ষোভ ছড়িয়েছে। এমনকি সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা এই নির্দেশ দিয়েছেন তাঁদের মৃত্যুদণ্ড দাবি করেছে টিএলপি।
এদিকে সুপ্রিম নির্দেশের পর মুলতান সংশোধনাগার থেকে এশিয়া বিবিকে মুক্তি দেওয়ার কাজ শুরু হলেও তা কার্যকর হতে কতদিন লাগবে তা বুঝে উঠতে পারছেন না তাঁর আইনজীবী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)