কয়লা খনির অত্যন্ত গভীরে কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময়ে আচমকাই কয়লা খনির একটা অংশ ধসে যায়। তার তলায় চাপা পড়ে যান তাঁরা। দ্রুত সেখানে অন্য শ্রমিকরা হাজির হয়ে তাঁদের উদ্ধার করেন। ৫ জন শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়। বাকি ২ জনের চিকিৎসা চলছে।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের দক্ষিণ পশ্চিম দিকে দুক্কি এলাকার একটি খনিতে। প্রসঙ্গত পাকিস্তানে মাটির তলায় ১৮৪ বিলিয়ন টন কয়লা মজুত রয়েছে। প্রতি বছর সব খনি মিলিয়ে তোলা হয় ৪ বিলিয়ন টন কয়লা। এমন প্রচুর পরিমাণে মজুত কয়লা থাকায় সেখানে কয়লা খনিতে খননের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ সেখানেই শ্রমিকদের সুরক্ষায় নজর নেই খনি কর্তৃপক্ষগুলির। না তাঁদের সুরক্ষায় নজর দেওয়া হয়। না তাঁদের আধুনিক খনন যন্ত্র দেওয়া হয়। যার জেরে প্রায়শই এমন দুর্ঘটনার ঘটনা ঘটে। মৃত্যু হয় শ্রমিকদের।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)