মাটির অনেক তলায় চলছিল কয়লা কাটার কাজ। কয়লা খনিতে যেমন হয়। মাটির কয়েকশো মিটার নিচে ঘুপচি খনিতে ক্রমশ জমছিল গ্যাস। সেই গ্যাসই আচমকা বিস্ফোরণ ঘটায় খনিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ খনি শ্রমিকের। এঁরা সকলেই আফগানিস্তানের নাগরিক। মৃতদের মধ্যে ২ জন আবার সম্পর্কে ভাই।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের চামালাং এলাকায়। পাকিস্তান ভূখণ্ডের অনেক জায়গায় মাটির তলায় কয়লার বিশাল ভাণ্ডার রয়েছে। বিশেষত বালুচিস্তান সংলগ্ন চারপাশে একের পর এক কয়লা খনি। এখানে বহু শ্রমিক কাজ করেন। কিন্তু অভিযোগ কয়লা উত্তোলনে খামতি না থাকলেও শ্রমিকদের সুরক্ষায় ব্যাপক খামতি রয়েছে পাকিস্তানের কয়লা খনিগুলিতে। ফলে প্রায়ই এমন দুর্ঘটনা কেড়ে নেয় শ্রমিকদের প্রাণ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)