
পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদে বলিউডে কর্মরত সব পাক অভিনেতা অভিনেত্রীদের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেই সিদ্ধান্তের কথা সামনে রেখে এবার পাকিস্তানে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ করার জন্য লাহোর হাইকোর্টের দ্বারস্থ হলেন এক পাক নাগরিক। প্রসঙ্গত গত ১৪ ফেব্রুয়ারির জঙ্গি হানার পর অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স ভারত জুড়েই ভারতীয় সিনেমায় পাক শিল্পীদের কাজে নিষেধাজ্ঞা জারি করেছে। পাক গায়ক-গায়িকাদের গানও নিষিদ্ধ করা হয়েছে।
লাহোর হাইকোর্টে ভারতীয় সিনেমা পাকিস্তানে দেখানো বন্ধ করার আর্জি জানিয়েছেন শেখ মহম্মদ লতিফ নামে এক ব্যক্তি। প্রসঙ্গত পাকিস্তানে ভারতীয় সিনেমার যথেষ্ট কদর আছে। পাকিস্তানের নিজস্ব সিনেমা শিল্প জগত তেমন শক্তিশালী নয়। ফলে সেখানে ভারতীয় সিনেমা বিনোদনের একটা বড় মাধ্যম।
গত ২০১৭ সালের ৩১ জানুয়ারি, তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন সরকার পাকিস্তানে ভারতীয় সিনেমা সহ বিদেশি সিনেমা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়। সরকারি সেই বিজ্ঞপ্তি বাতিল করে পাকিস্তানে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধের জন্য লাহোর হাইকোর্টে আবেদন করেছেন লতিফ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)