ভারত ও পাকিস্তানের মধ্যে চড়তে থাকা পারদের আবহে ২ দেশের মধ্যে চলাচল করা সমঝোতা এক্সপ্রেস আপাতত স্থগিত করল পাকিস্তান। লাহোর থেকে পঞ্জাবের আটারি। এই রুটে যাতায়াত করে এই সমঝোতা এক্সপ্রেস। ২ দেশের মানুষ এই ট্রেনেই এ দেশ থেকে ও দেশ, আবার ও দেশ থেকে এ দেশে আসা যাওয়া করতে পারেন। সপ্তাহে ২ দিন ছাড়ে এই ট্রেন। সোমবার ও বৃহস্পতিবার। কিন্তু দেখা যায় বৃহস্পতিবার সকালে লাহোর থেকে যে সমঝোতা এক্সপ্রেস ছাড়ার কথা ছিল তা ছাড়েনি। ভারতেও এসে পৌঁছয়নি।
লাহোরে এই ট্রেন বাতিল করার পর যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়। ফলে পাকিস্তানের দিক থেকে আপাতত স্থগিত হল সমঝোতা এক্সপ্রেসের যাতায়াত। এদিকে সমঝোতা এক্সপ্রেসের কথা মাথায় রেখে ভারত আটারি থেকে দিল্লি পৌঁছনোর জন্য একটি লিঙ্ক ট্রেন চালায়। গত বুধবার ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েও দেন আটারি থেকে দিল্লি লিঙ্ক ট্রেনটি যেমন চলে তেমনই চলবে।
সমঝোতা এক্সপ্রেস বাতিল করার আগে অবশ্য আকাশসীমাতেও বাণিজ্যিক বিমান চলাচলে অনেকটা কড়াকড়ি করে পাকিস্তান। পাকিস্তানের অনেক বিমানবন্দরেও বাণিজ্যিক বিমান ওঠানামা বন্ধ করা হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)