নাঙ্গা পর্বত জয়ের জন্য একটি একদম নতুন রাস্তা দিয়ে চুড়োর দিকে এগোনো শুরু করেছিলেন ইতালির ড্যানিয়েল নার্ডি ও ইংল্যান্ডের টম বালার্ড। তাঁরা ওই নতুন পথে অনেকটা উঠেও গিয়েছিলেন। ৪ নম্বর ক্যাম্পটা তৈরি হয়েছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ৩০০ মিটার উচ্চতায়। ওই পর্যন্ত তাঁদের সঙ্গে যোগাযোগ থাকলেও তারপর তাঁদের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত ২৪ ফেব্রুয়ারির পর তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ সম্ভব হয়নি। এই অবস্থায় তাঁদের খোঁজে তল্লাশি শুরু হল।
শুক্রবার থেকে তল্লাশিতে নামল পর্বতারোহী ও পাকিস্তানের বায়ুসেনার যৌথ দল। প্রসঙ্গত নাঙ্গা পর্বত পাকিস্তানের বালতিস্তানের দিয়ামের জেলায়। হিমালয়ের এই শৃঙ্গ বিশ্বের নবম উচ্চতম শৃঙ্গ হিসাবে পরিচিত। উচ্চতা ৮ হাজার ১২৬ মিটার।
চতুর্থ যে ক্যাম্পে ২ পর্বতারোহীর সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল তল্লাশির সময় তার কাছে একটি বড় তুষারধসের চিহ্ন দেখতে পেয়েছেন তল্লাশিকারীরা। তবে ২ জনের কোনও হদিস এখনও মেলেনি। প্রসঙ্গত ড্যানিয়েল এর আগেও ৫ বার নাঙ্গা জয়ের চেষ্টা করেছেন। বালার্ড এই প্রথম আসেন নাঙ্গা পর্বত জয় করতে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)