একটানা বৃষ্টি হয়েই চলেছে। পাহাড়ি এলাকা। ফলে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে প্রবল বৃষ্টির জেরে হড়কা বান। প্রবল তোড়ে বইছে জল। শহর বা গ্রামের মধ্যে দিয়ে যেখান সেখান দিয়ে বইছে জলের স্রোত। আর তাতেই ভেসে গেছে বহু ঘর, দোকান। শয়ে শয়ে মানুষ খোলা আকাশের নিচে হাজির হয়েছেন। এটাই এখন পাকিস্তানের বালুচিস্তানের পরিস্থিতি। ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। এদের কারও মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অথবা মৃত্যু হয়েছে মাথার ওপর বাড়ি ভেঙে পড়ায়। বাড়ি ভেঙে পড়ায় বেশ কয়েকজন আহতও।
প্রবল বৃষ্টি হয়েই চলেছে বালুচিস্তানে। ফলে অবস্থা আরও ঘোরাল হতে পারে বলেই মনে করছে স্থানীয় প্রশাসন। রাস্তা, রেল যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হওয়ার অবস্থায় পৌঁছেছে। প্রবল তোড়ে জল বইছে যেখান সেখান দিয়ে। সরকারি যেসব ভবন রয়েছে সেখানে গৃহহীনদের রাখার বন্দোবস্ত করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
বৃষ্টির সঙ্গে সঙ্গে অপেক্ষাকৃত উঁচু জায়গাগুলিতে তুষারপাতও শুরু হয়েছে। ফলে বরফে অনেক বাড়ি ঢেকে গেছে। সেখানে আর থাকার মত পরিস্থিতি নেই বাসিন্দাদের। এভাবে তুষারপাতে আক্রান্ত পরিবারগুলিকে বিভিন্ন সরকারি ভবনে পরিবার নিয়ে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)