প্রবল বিস্ফোরণের শিকার হল একটি প্যাসেঞ্জার ট্রেন। লাইনে পাতা ছিল বিস্ফোরক। ট্রেনটি স্টেশনে প্রবেশ করতেই বিস্ফোরণটি ঘটে। যাতে লাইনের একটা বড় অংশ উড়ে যায়। বিস্ফোরণে ট্রেনটির ব্যাপক ক্ষতি হয়। এই ঘটনায় ট্রেনে থাকা ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। ৬ জন গুরুতর আহত। তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
রবিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে কোয়েটা যাচ্ছিল জাফর এক্সপ্রেস। যাত্রী বোঝাই ট্রেন দেরা মুরাদ জামালি স্টেশনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণটি হয়। আগে থেকেই লাইনে বিস্ফোরক রাখা ছিল। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ঘটা এই ঘটনায় কারা জড়িত তা এখনও পরিস্কার নয়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। তবে এই ঘটনার দায় কোনও সংগঠন স্বীকার করেনি। পুলিশের অনুমান এর পিছনে দুষ্কৃতিদের হাত রয়েছে। তবে ঠিক কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)