
আত্মঘাতী বোমা বিস্ফোরণে পাকিস্তানে মৃত্যু হল ১৬ জনের। আহত ৩৫ জন। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে উত্তর পশ্চিম পাকিস্তানের জঙ্গল ঘেরা আদিবাসী এলাকায়। আফগানিস্তানের সীমান্ত লাগোয়া মোহমান্দ আদিবাসী জেলার বুতমানা গ্রামে স্থানীয় একটি মসজিদে শুক্রবার সকালে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণটি ঘটে। পাক পুলিশের দাবি, প্রার্থনা চলাকালীন এক ব্যক্তি নিজের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। কোনও সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে পাক পুলিশের ধারণা এই ঘটনার পিছনে পাক তালিবানদের হাত আছে।