পাকিস্তানের নিজস্ব কোনও রকেট উৎক্ষেপণ কেন্দ্র নেই। মহাকাশ বিজ্ঞানে তারা ভারতের ধারে কাছেও আসেনা। তবে এবার তারা মহাকাশে নিজেদের পা রাখতে চলেছে। মহাকাশে মানুষ পাঠাতে চলেছে পাকিস্তান। এই প্রথম পাকিস্তান মহাকাশে মানুষ পাঠাবে। পাক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী একথা জানিয়েছেন তাঁর দেশেরই একটি সংবাদমাধ্যমকে। কীভাবে এই নির্বাচন হবে তাও জানিয়েছেন তিনি।
ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, কে মহাকাশে যাবেন তা নির্বাচন করা পুরোপুরি থাকছে পাক বায়ুসেনার হাতে। তারাই তাদের ৫০ জন পাইলটকে বেছে নেবে। তারপর সেই ৫০ জন থেকে ২৫ জনকে বাছাই করা হবে। সেখান থেকে বেছে নেওয়া হবে ১০ জনকে। এই ১০ জনকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর তাঁদের মধ্যে সেরাকে বেছে নেওয়া হবে মহাকাশে পাড়ি দেওয়ার জন্য। ২০২০ সালে শুরু হবে এই নির্বাচন প্রক্রিয়া। ২০২২ সালে মহাকাশে পাড়ি দেবেন সেই ব্যক্তি। প্রথম পাকিস্তানি হিসাবে মহাকাশে যাওয়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি।
মহাকাশে পাড়ি দিতে গেলে তো একটি উৎক্ষেপণকেন্দ্র লাগে। কিন্তু পাকিস্তানের নিজস্ব কোনও রকেট উৎক্ষেপণ কেন্দ্র নেই। এ নিয়ে চিনের সঙ্গে কথা হয়েছে পাকিস্তানের। চিনের কাছ থেকে প্রযুক্তিও হয়তো নিতে হবে পাকিস্তানকে। তারপর সব ঠিকঠাক হয়ে গেলে ২০২২ সালে যে মহাকাশযানে চেপে মহাকাশে পাড়ি দেবেন ওই পাক নাগরিক, সেই মহাকাশযান উৎক্ষেপণও করে দেবে চিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা