দেশের ৫০ শতাংশ মানুষ দুবেলা পেট ভরে খাবার পাননা। ফলে গ্রাস করছে চূড়ান্ত পুষ্টিজনিত সমস্যা। প্রতি ১০টি শিশুর মধ্যে ৪টি শিশু খাদ্যাভাবে চরম অপুষ্টির শিকার। দারিদ্র এভাবেই গ্রাস করেছে পাকিস্তানকে। গোটা দেশে দারিদ্র যে এই পর্যায়ে পৌঁছে মানুষের দুবেলার গ্রাসটুকু কেড়ে নিয়েছে তা এক সার্ভে থেকে সামনে উঠে এল। যে সার্ভে এর আগে পাকিস্তানে কখনও হয়নি। ২০১৮ সালের ন্যাশনাল নিউট্রিশন সার্ভে বলছে ৫০ শতাংশ পাকিস্তানি পরিবার দুবেলার আহার পায়না।
শিশুদের ক্ষেত্রে এই অপুষ্টি ভয়ংকর প্রভাব ফেলছে সে দেশে। পাকিস্তানের ৪০.২ শতাংশ শিশুর বৃদ্ধিই ঠিকঠাক হচ্ছেনা। পাক সরকার এই খতিয়ানের পর নড়েচড়ে বসেছে। যত দ্রুত সম্ভব এই খাদ্যাভাব ও অপুষ্টি জনিত সমস্যা দূর করার রাস্তা খুঁজছে ইমরান সরকার। তবে কীভাবে এই সমস্যা দূর করা সম্ভব তার কোনও সুস্পষ্ট রূপরেখা তারা তৈরি করতে পারেনি।
পাকিস্তানের বহু মহিলা এই অপুষ্টির শিকার। ফলে তাঁরা যে শিশুর জন্ম দিচ্ছেন সেই শিশুও জন্মগতভাবে অপুষ্টি নিয়ে জন্মাচ্ছে। পাকিস্তানের মাত্র ৪৮ শতাংশ মা তাঁদের শিশুকে স্তন্যপান করাতে পারেন। যা শিশুদের বড় হয়ে ওঠার জন্য আবশ্যিক বলে মনে করেন চিকিৎসকেরা। যদিও পাকিস্তানে এটা নতুন কিছু নয়। এখন সার্ভে হওয়ায় তথ্য হিসাবে তা সামনে উঠে আসছে। পাকিস্তানে অপুষ্টিজনিত সমস্যা বহুকালের। একই ছবি বছরের পর বছর ধরে চলে আসছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা