পাকিস্তানে এখন মোট ৫৯টি ফেয়ারনেস ক্রিম সংস্থা কাজ করছে। তাদের ক্রিম বাজারে পাওয়া যায়। এরমধ্যে দেশিয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড রয়েছে। কিন্তু ৫৯টির মধ্যে ৫৬টি সংস্থাই অত্যন্ত বিপজ্জনক ফেয়ারনেস ক্রিম বিক্রি করছে। তাদের ক্রিমে মাত্রাতিরিক্ত পারদ পেয়েছে পাক সরকারের পরিবেশ পরিবর্তন মন্ত্রক। এই মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী জারতাজ গুল ওয়াজির জানিয়েছেন কম দামে ফেয়ারনেস ক্রিম বিক্রি করতে গিয়ে সংস্থাগুলি যে পরিমাণ পারদ তাতে দিচ্ছে তা মানুষের চামড়ার জন্য ভয়ংকর।
ফেয়ারনেস ক্রিম থেকে চামড়ার সমস্যা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে আসার পর পাকিস্তানের পরিবেশ পরিবর্তন মন্ত্রক দেশে কাজ করা সব ফেয়ারনেস ক্রিম প্রস্তুতকারক সংস্থার ক্রিমের নমুনা সংগ্রহ করে তা গবেষণাগারে পাঠায়। সেখানে পরীক্ষার পর দেখা গেছে ৫৯টির মধ্যে ৫৬টি সংস্থাই অন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে ক্রিম বানাচ্ছে।
পাকিস্তান পারদ সংক্রান্ত মিনামাটা সম্মেলনের সদস্য। সেই পাকিস্তানেই দেদার বিকচ্ছে অতিমাত্রার পারদ সম্পন্ন ফেয়ারনেস ক্রিম। যা থেকে চামড়ার সমস্যা ছড়িয়ে পড়ছে। এমন খতিয়ান পাকিস্তানের জন্য মোটেও সুখের কথা নয়। মন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান সরকার আগামী ডিসেম্বরের মধ্যেই এই ৫৬টি সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা