Feature

ভারতের উচ্চতম বাড়ি কোনটা, কোন শহরে রয়েছে সেই বাড়ি

পৃথিবীর উচ্চতম বাড়ির নাম জিজ্ঞেস করলে অনেকেই বলে দেবেন বুর্জ খলিফা। কিন্তু ভারতের উচ্চতম বাড়ির নামটা এতটা চট করে বলে দেওয়া মুশকিল।

দুবাই শহরের অন্যতম আকর্ষণই বুর্জ খলিফা। ২ হাজার ৭২২ ফুট উচ্চতার এই গগনচুম্বী বাড়ি দেখতে বহু মানুষ ভিড় জমান এখানে। এই নামটা অনেকেরই জানা। কিন্তু ভারতের সবচেয়ে উঁচু বাড়ির কথা অনেকেই এত সহজে বলে দিতে পারবেননা।

এখানে বলে রাখা ভাল যে ভারতের প্রথম ১০টি উচ্চতম বাড়ির সবকটিই মুম্বই শহরে অবস্থিত। উচ্চতমটি মুম্বই শহরের বর্ধিষ্ণু এলাকা ওরলিতে। বাড়িটির নাম প্যালাইস রয়্যাল। যদিও বাড়িটি এখনও তৈরি হচ্ছে।


তবে এটিই ভারতের উচ্চতম বাড়ি হিসাবে এখন পরিগণিত হয়। এর উচ্চতা ১ হাজার ৫০ ফুট। অবশ্যই বুর্জ খলিফার তুলনায় অর্ধেকেরও একটু কম। তবে এটাই ভারতের সবচেয়ে উঁচু বাড়ি। ৮৮ তলার এই বাড়িটি এখনও কিছুটা তৈরি বাকি রয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বইয়ের মহালক্ষ্মী এলাকার লোখান্ডওয়ালা মিনার্ভা। এটির উচ্চতা ৯৮৮ ফুট। ৭৮ তলার এই বাড়িটি দেখতে বেশ নজরকাড়া। এরপরও অনেকগুলি এমন বাড়ি রয়েছে যা রয়েছে মুম্বই শহরেই।


যেমন দেশের তৃতীয় উচ্চতম বাড়িটি রয়েছে মুম্বইয়ের বাইকুল্লায়। নাম পিরামল অরণ্য আরব। চতুর্থটি রয়েছে লোয়ার পারেলে। নাম লোধা ওয়ার্ল্ড ওয়ান।

পঞ্চম স্থানে রয়েছে ওই লোয়ার পারেলের লোধা ওয়ার্ল্ড ভিউ নামের বাড়িটি। ষষ্ঠ স্থানে রয়েছে লোধা ট্রাম্প টাওয়ার। এটি মুম্বইয়ের ওরলিতে। প্রসঙ্গত কলকাতার সবচেয়ে উঁচু বাড়িটির নাম দ্যা ৪২। বাড়িটির উচ্চতা ৮১৭ ফুট।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button