গত বুধবারই আইএনএক্স মামলায় ইডির হেফাজত থেকে তাঁর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। ১০৬ দিন গারদের পিছনে কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছেন তিনি। আর বাইরে বেরিয়ে তার পরদিনই কোনও রাখঢাক না করে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণের পথে হাঁটলেন প্রাক্তন অর্থমন্ত্রী কথা কংগ্রেস সাংসদ পি চিদম্বরম। ভারতীয় অর্থনীতির হাল বেহাল বলে দাবি করে তিনি বলেন কেন্দ্রে ক্ষমতাসীন সরকারের ভারতীয় অর্থনীতি পরিচালনা করার যোগ্যতা নেই। ফলে ক্রমশ তলানিতে ঠেকছে আর্থিক বৃদ্ধির হার।
চিদম্বরম আক্রমণাত্মক পথই বেছে নিয়েছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী অর্থনীতির হাল নিয়ে মুখ খোলেন না। তিনি তাঁর মন্ত্রীদের এ নিয়ে মিথ্যে বলার জন্য এগিয়ে দেন। এ নিয়ে যত তর্জন গর্জন ও মিথ্যেকে প্রশ্রয় দেওয়ার কাজ করেন তাঁরা। চিদম্বরম এও বলেন যে সরকার ভুল করছে। আর সরকার ভুল, কারণ তারা দিশাহীন। চিদম্বরমের দাবি অর্থনীতিকে এই অবস্থা থেকেও বার করে আনা যায়। কিন্তু সরকার সে কাজে অযোগ্য।
চিদম্বরমের দাবি, সরকার অর্থনীতির হাল ফেরানোর চেয়ে অনেক বেশি ব্যস্ত নিজেদের ভুলত্রুটি ঢাকতে। তিনি বলেন, যে বৃদ্ধির হার দেখানো হচ্ছে অবস্থা তার চেয়েও করুণ হতে পারে। বছরের শেষে আর্থিক বৃদ্ধির হার যদি ৫ শতাংশেও থাকে তবেও তা ভারতবাসীর জন্য অনেক ভাগ্যের হবে বলে মনে করছেন চিদম্বরম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা