কোনও মহাজোট নয়। বরং রাজ্য ভিত্তিক জোট করেই বিজেপিকে ২০১৯-এ পরাস্ত করতে চাইছে কংগ্রেস। এদিন ফের একথা পরিস্কার করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এদিন কর্ণাটকের উদাহরণ সামনে রেখে তিনি বলেন, কর্ণাটকে রাজ্যভিত্তিক জোট করে সুফল মিলেছে।
কর্ণাটক মডেল যে কংগ্রেসকে উৎসাহিত করেছে তা পরিস্কার। অন্যদিকে মহাজোটের রাস্তায় হাঁটলে প্রধানমন্ত্রী কে হবেন? কাকে সামনে রেখে ভোটে লড়া হবে সে প্রশ্ন উঠবে। তাতে অন্য দলের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা প্রবল। তাই এখনই ওভাবে মহাজোটের রাস্তায় না হেঁটে রাজ্যে রাজ্যে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে জোটের রাস্তায় হাঁটতে চাইছে কংগ্রেস। এতে সত্যিই যদি বিজেপিকে হারানো সম্ভব হয় তখন সকলে বসে প্রধানমন্ত্রী কে হবেন তা ঠিক হতে পারে। একথাও এদিন পরিস্কার করেছেন চিদম্বরম।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)