স্বস্তি পেতে পারেন চিদম্বরম। এমন একটা সম্ভাবনার কথা সকাল থেকেই গুনগুন করছিল। গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয় চিদম্বরমকে। তারপর থেকে টানা সিবিআই হেফাজতে কাটিয়েছেন তিনি। দিনরাত এক করে আইএনএক্স মিডিয়ায় আর্থিক দুর্নীতি নিয়ে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ চলেছে। অবশেষে সোমবার তাঁকে ফের আদালতের সামনে পেশ করার কথা ছিল।
সোমবার দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে সিবিআই বিশেষ আদালতের সামনে হাজির করা হয়। বিচারক অজয় কুমার কুহার পুরোটা শোনার পর চিদম্বরমের জামিনের পরিবর্তে তাঁকে আরও ৪ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেন। আগামী ৩০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে ফের যেতে হয়েছে চিদম্বরমকে। ফলে স্বস্তি নয়, অস্বস্তিই এদিন প্রাপ্য হল প্রাক্তন অর্থমন্ত্রীর।
সোমবার চিদম্বরমকে সিবিআইয়ের যে বিশেষ আদালতের সামনে পেশ করা হয় সেখানে কেবল সাংসদ ও বিধায়করা অভিযুক্ত হলে তাঁদের শুনানি হয়। সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা সওয়াল করেন এই আর্থিক দুর্নীতির সম্বন্ধে আরও তথ্য সংগ্রহ করতে চিদম্বরমকে আরও ৫ দিন হেফাজতে চাইছেন তাঁরা। তিনি বলেন, সিবিআই সম্প্রতি ইডি-র কাছ থেকে আইএনএক্স মিডিয়ার সংক্রান্ত কিছু নথি হাতে পেয়েছে। তা সামনে রেখে চিদম্বরমকে জেরা করতে চান তাঁরা। সব সওয়াল শোনার পর ৪ দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেন বিচারক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা