তিহার জেলে জায়গা হল পি চিদম্বরমের। তিহার জেলে আর্থিক দুর্নীতিতে অভিযুক্তদের জন্য আলাদা সেল রয়েছে। সেখানেই প্রাক্তন অর্থমন্ত্রীকে রাখা হচ্ছে। তিহারের ৭ নম্বর জেলে জায়গা হয়েছে তাঁর। এর আগে এই একই জেলে ছিলেন তাঁর ছেলে কার্তি চিদম্বরম। আইএনএক্স মিডিয়া মামলায় তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ফলে আপাতত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিহার জেলই হল চিদম্বরমের সর্বক্ষণের থাকার জায়গা।
আদালত চিদম্বরমকে তাঁর ওষুধ সঙ্গে রাখার অনুমতি দিয়েছে। যে ওষুধগুলি তাঁকে নিয়মিত খেতে হয়। এছাড়া চিদম্বরম জেড ক্যাটাগরির সুরক্ষা পেয়ে থাকেন। তাই জেলেও পর্যাপ্ত সুরক্ষার বন্দোবস্ত রাখতেও নির্দেশ দিয়েছে আদালত। তাঁকে রাখা হবে একদম একটি আলাদা সেলে। তবে সাধারণ অভিযুক্তদের মতই থাকতে হবে তাঁকে। জেলে বাড়তি কোনও সুবিধা তিনি ভোগ করতে পারবেননা।
চিদম্বরমের আগাম জামিনের আর্জি বৃহস্পতিবার খারিজ করে দেয় শীর্ষ আদালত। জানিয়ে দেয় এই মামলা জামিনযোগ্য মামলা নয়। তদন্তকারী সংস্থাকে আরও সময় দিতে হবে তদন্তের জন্য। তারপরই চিদম্বরমের জেলে যাওয়া পাকা ছিল। সেইমত তাঁকে তিহার জেলে পাঠানো হল। কিছুদিন আগে সিবিআই চিদম্বরমকে তাঁরই বাড়ি থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করেছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা