তিনি চান প্রত্যেক ভারতীয় তাঁর চরিত্রকে ঘৃণা করুন
বিতর্ক ছিল। প্রশ্ন ছিল। তারপরে মুক্তি। 'দ্যা কাশ্মীর ফাইলস' এখন ভারতীয় বক্স অফিসে যথেষ্ট সফল একটি সিনেমা। সেই সিনেমায় এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীর্ঘদিনের অভিনেত্রী পল্লবী যোশী।
ভারতীয় রাজনীতিতে কাশ্মীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। বলা বাহুল্য, কাশ্মীর সমস্যা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সমস্যা। যা নিয়ে বিতর্ক চলমান।
‘দ্যা কাশ্মীর ফাইলস’ নামে ছবির প্রযোজক পল্লবী যোশী। ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন পল্লবী। তিনি জানিয়েছেন, তাঁর ভূমিকাটি ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ছবিটি পুরস্কৃত হয়েছে। আর পল্লবী জানিয়েছেন, তিনি অভিনয় করেছেন জেএনইউ অধ্যাপকের ভূমিকায়। অধ্যাপকের নাম রাধিকা মেনন।
রাধিকা তাঁর ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতেন ‘আজাদ কাশ্মীরের’ জন্যে। পল্লবী জানিয়েছেন, তিনি চান প্রত্যেক ভারতীয় তাঁর চরিত্রটিকে ঘৃণা করুক।
তিনি এও বলেন, তাঁর চরিত্রটি যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। আর তা তিনি ততটাই দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যাতে প্রত্যেক ভারতীয় সিনেমার পর্দায় তাঁর চরিত্রটিকে ঘৃণার চোখে দেখেন।
এই ছবিটির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ‘দ্যা কাশ্মীরি ফাইলস’ ছবিটি নিয়ে বলিউডের অনেকে মৌন থাকলেও নেটিজেনদের অনেকেই জানতে চাইছেন, কেন ছবিটি নিয়ে বলিউড মৌনতা বজায় রেখেছে।
এরপর থেকে ছবিটি নিয়ে বলিউডের অভিনেতা অভিনেত্রীদের একাংশ মৌনতা ভঙ্গ করেছেন। যেমন, অক্ষয় কুমার ছবিটির প্রশংসা করেছেন। আমির খান জানিয়েছেন যে তিনি শুনেছেন ছবিটি একটি সফল চলচ্চিত্র হয়েছে।
এর পাশাপাশি ছবির কলাকুশলীদেরও ধন্যবাদ জানিয়েছেন আমির। ‘দ্যা কাশ্মীর ফাইলস’ ছবিটি ইতিমধ্যে বক্স অফিসেও সফল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা