পামেলা অ্যান্ডারসনের বেওয়াচের লাল স্নান পোশাক এবার স্বচক্ষে দেখার সুযোগ হাতের মুঠোয়
বেওয়াচ খ্যাত পামেলা অ্যান্ডারসনের পরনে থাকা সেই লাল সুইমস্যুট এবার আর টিভির পর্দায় নয়, দেখা যাবে চর্মচক্ষে। সেই সুযোগ এবার হাতের মুঠোয়।
নব্বইয়ের দশকে টিভি দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছিল বেওয়াচ নামে মার্কিন একটি টেলিভিশন সিরিজ। যেখানে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠেন বেওয়াচের মুখ্য তারকা পামেলা অ্যান্ডারসন। তাঁর লাস্যময়ী রূপে গোটা দুনিয়া তখন মশগুল।
পামেলা অ্যান্ডারসন বেওয়াচে একটি লাল সুইমস্যুট বা স্নান পোশাক পরতেন। যা পরে সমুদ্রের জলে তাঁর মানুষকে রক্ষা করার লড়াই এবং বালির ওপর তাঁর নানা কর্মকাণ্ড ফুটে উঠেছে ওই সিরিজে। যেখানে পামেলা অভিনয় করেছিলেন একজন সুরক্ষাকর্মী হিসাবে। যিনি স্নানরত কেউ বিপদে পড়লে রক্ষা করতেন।
বেওয়াচের এপিসোড তখন অনেকেই ছাড়তে পারতেন না। আর তার অন্যতম কারণ হয়তো ছিল পামেলার রূপের যাদু। সেই বেওয়াচে পামেলা যে লাল পোশাকটি পরতেন তা কিন্তু আজও মানুষের চোখের সামনে ভাসে।
সেই লাল পোশাকটি পামেলার পরনে টিভির পর্দায় দেখে এসেছেন সকলে। এবার কিন্তু নিজের চোখেই তা দেখার সুযোগ হাতের মুঠোয় এসে পড়ল।
ব্রিটেনের লন্ডনস ডিজাইন মিউজিয়াম-এর একটি প্রদর্শনীতে জায়গা পাচ্ছে বেওয়াচে পামেলার পরনে থাকা সেই লাল স্নান পোশাক। ব্রিটেনের মানুষের সমুদ্র স্নানের এক দীর্ঘ ইতিহাস রয়েছে।
সমুদ্র স্নানের প্রতি ব্রিটেনের মানুষের টানের সুদীর্ঘ ইতিহাস স্নান পোশাকের ইতিহাসও বহন করে। ১০০ বছরে ব্রিটেনে যেভাবে স্নান পোশাক বা সুইমস্যুটে যুগান্তর এসেছে তা ওই প্রদর্শনীতে উঠে আসবে।
সহজ করে বললে স্নান পোশাকের শতবর্ষের ইতিহাস নিয়েই এই প্রদর্শনী। যেখানে অন্যতম আকর্ষণ হতে চলেছে পামেলা অ্যান্ডারসনের বেওয়াচের সেই লাল স্নান পোশাক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা