হোলি নয়, তবু এদিন রাস্তায় বার হলে ভিজিয়েই ছাড়বে
হোলির দিন রাস্তায় বার হলে রংয়ের ছোঁয়া লাগাটা অস্বাভাবিক নয়। হোলি না হলেও এমন এক জায়গা রয়েছে যেখানে রাস্তায় বার হলে ভেজার হাত থেকে রেহাই নেই।
হোলি ভারতের এমন এক উৎসব যা রং আর জলের খেলা। ওইদিন রাস্তায় বার হলে রং জলে ভিজতে হতেই পারে। কিন্তু হোলি ছাড়া এমনও কিছু উৎসব রয়েছে যা মানুষকে ভিজিয়ে ছাড়ে। একটি উৎসবের সূচনাই হয় মানুষকে ভিজিয়ে। রাস্তায় যিনি বার হন তাঁর হাতে যেমন জল থাকে, পিচকারি থাকে, তেমন আবার হোস পাইপও রাস্তার কোনায় কোনায় রাখা থাকে। যা থেকে মাঝে মাঝেই জল ছেটানো হয় পথচলতি মানুষের ওপর। ভিজে একসা হতে হয় সকলকে।
এমনও হতে পারে যে কেউ রাস্তায় বার হলেন আর পাশ থেকে আচমকা কেউ এসে এক বালতি কনকনে ঠান্ডা জল ঢেলে দিয়ে চলে গেলেন। তবে এখানে রং ব্যবহার হয়না। কেবল জল।
কেউ ভিজিয়ে দিয়ে হোলি হ্যায় বলে চেঁচিয়েও ওঠেন না। তবে এদিন সকলের মুখেই থাকে চওড়া হাসি। সকলেই এই জলে ভেজা উৎসবে শামিল হতে রাস্তায় বেরিয়ে পড়েন।
পানামার বিখ্যাত এই উৎসবের নাম লা মোজাদেরা। বাৎসরিক এই উৎসবে ধীরে ধীরে রাস্তা ধরে জলের ট্যাঙ্ক যেতে থাকে আর ভেজাতে থাকে আশপাশের মানুষকে। মানুষ রাস্তায় বার হন এটা নিশ্চিত হয়ে যে ভিজতে হবে।
তবে উৎসবে শামিল হতে সকলেই প্রায় এদিন বেরিয়ে পড়েন রাস্তায়। অবশ্যই ভেজার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে। ভারতের হোলির মতই এই উৎসব। কিন্তু রংয়ের হোলি নয়, এটুকুই যা ফারাক।