
তারা হ্যাকিংয়ের শিকার। সংস্থার বাইরে থেকে চুরি করা হয়েছে তথ্য। এমনই দাবি করল পানামা ল ফার্ম মোসেক ফনসেকা। এ নিয়ে সংস্থার তরফে একটি অভিযোগও দায়ের করেছে তারা। পানামা পেপারস ফাঁস নিয়ে বিশ্বজুড়ে হৈচৈ পড়ে গেছে। করের স্বর্গরাজ্য হিসাবে পরিচিত দেশের বিভিন্ন সংস্থায় লগ্নি করে কর ফাঁকির চেষ্টার সঙ্গে যুক্ত বহু হুজ হু-র নাম মোসেক ফনসেকা থেকে ফাঁস হওয়ায় অস্বস্তিতে পড়েছেন অনেকেই। এদিকে তাঁর নাম এই তালিকায় সামনে আসার পর কর ফাঁকির অভিযোগ অস্বীকার করেছেন অমিতাভ বচ্চন।