বচ্চনদের পর এবার পানামা পেপার লিক-এ নাম জড়াল আর এক বলিউড স্টার অজয় দেবগনের। সাধারণত নিজের কাজ নিয়ে থাকতে ভালবাসেন ‘সিংহম’। অপ্রয়োজনে খবরের শিরোনামে আসার প্রবণতাও তাঁর কম। দর্শকদের কাছে একজন সিরিয়াস মানুষ এবং ফ্যামিলিম্যান হিসাবে বিরু দেবগনপুত্রের একটা ভাবমূর্তি রয়েছে। সেই তারকার নামও পানামা পেপারে জড়ানোয় অবাক অনেকেই। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের সংস্থা মেরিলিবোন এন্টারটেইনমেন্ট লিমিটেড নামক সংস্থায় তাঁর ১ হাজার শেয়ার রয়েছে বলে পানামা পেপারে উল্লেখ আছে বলে দাবি করেছে একটি ওয়েবসাইট। ২০১৩ সালে নেওয়া এই শেয়ার তিনি তাঁর স্ত্রীর সঙ্গে যৌথ নামে থাকা সংস্থা নিশা যুগ এন্টারটেইনমেন্টের নামে নিয়েছিলেন। যদিও এই শেয়ার থাকার কথা স্বীকারও করে নিয়েছেন অজয়। তাঁর দাবি, ট্যাক্স রিটার্নের কাগজে এই শেয়ারের যথাযথ উল্লেখও তিনি করেছেন।
Leave a Reply