অভিনেতা না হলে তিনি জীবনে কি করতেন, স্পষ্ট জানালেন পঙ্কজ ত্রিপাঠী
একাধারে তিনি সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে নিজের নিজস্ব অভিনয় শৈলী দেখিয়ে চলেছেন। তবে যদি তিনি অভিনেতা না হতেন, তাহলে কি হতেন, অবাক করা উত্তর দিলেন পঙ্কজ।
দেশের অন্যতম সেরা অভিনেতাদের তালিকায় নিঃসন্দেহে তাঁর নাম রয়েছে। হিরো নন। কিন্তু চরিত্র অভিনেতা হিসাবে একা একটি সিনেমা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা ধরেন। আর তা প্রমাণও করেছেন। ফলে তাঁর দক্ষতা কোনও অংশে একজন হিরোর চেয়ে কম নয়। এখন তো বিজ্ঞাপনেও তাঁকে দেখা যাচ্ছে। তিনি পঙ্কজ ত্রিপাঠী।
২০০৪ সালে রান বা ওমকারা দিয়ে রূপোলী পর্দায় পা দেওয়া এই অভিনেতা নিজেকে মেলে ধরেন গ্যাংগস অফ ওয়াসেপুর সিনেমায়। তারপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।
ফুকরে, মসান, বরেলি কি বরফি, নিউটন, স্ত্রী, লুডো, লুকা ছুপি, মিমি সহ একের পর এক সিনেমায় যেমন তিনি উজ্জ্বল, তেমনই ওটিটি-তে। সেই পঙ্কজ ত্রিপাঠী জানালেন অভিনয় জগতে না এলে তিনি জীবনে কি করতেন।
পঙ্কজ জানিয়েছেন তাঁর পরিবার কৃষকের পরিবার। তাঁর বাবাও কৃষকই ছিলেন। তাই পারিবারিক সেই কাজ তিনিও বেছে নিতেন।
অবশ্য শুধু কৃষক বলেই নন, তিনি যেহেতু ছাত্রাবস্থা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, ছাত্র রাজনীতি করেছেন, তাই জীবনে একজন রাজনীতিবিদ হওয়ার স্বপ্নও তাঁর ছিল।
তবে সেসবই ছিল অভিনেতা না হতে পারলে। কিন্তু তিনি অভিনয় জগতে নিজের একটা আলাদা জায়গা তৈরি করে ফেলেছেন। নিজের ২০ বছরের জীবনে বহু সাফল্যের হাত ধরে তিনি এখন ভারতের অন্যতম চিত্রতারকা।
পঙ্কজ ত্রিপাঠী জানাচ্ছেন, তিনি জীবনে সফল কিনা জানেন না, তবে ৫-৬টা চাকরি ছেড়ে ১৫-১৬ বছর এই সিনেমা জগতে পড়ে থেকে তিনি আজ এই জায়গায় পৌঁছতে পেরেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা