Sports

ফের ফুটবলে ইন্দ্রপতন, চলে গেলেন কিংবদন্তি পাওলো রোসি

মারাদোনার মৃত্যু বিশ্ব ফুটবলে এক গভীর শূন্যতা তৈরি করেছিল। সেই কিংবদন্তি মারাদোনার পর এবার চলে গেলেন ফুটবল জগতের আর এক কিংবদন্তি পাওলো রোসি।

রোম : ১৯৮৬ সালে মারাদোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। সে কথা সকলের জানা। কিন্তু তার ঠিক আগের বিশ্বকাপ ফুটবলের আসর বসেছিল স্পেনে। সালটা ছিল ১৯৮২। সেবার ইতালি ঘরে তুলেছিল বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপ জয়ের কারিগর ছিলেন পাওলো রোসি।

ইতালির এই ফরওয়ার্ড তখন বিপক্ষ দলের জন্য বিভীষিকা হয়ে উঠেছিলেন। ওই বিশ্বকাপে পাওলোর কাঁধে ভর করে ইতালি বিশ্বজয় করতে সমর্থ হয়। পাওলো করেন ৬টি গোল।


সেই ইতালির বিশ্বজয়ের নায়ক পাওলো রোসি চলে গেলেন। মারাদোনার মৃত্যুর মাত্র ২ সপ্তাহের ব্যবধানে ফুটবল জগতে ফের হল ইন্দ্রপতন। পাওলো রোসির মৃত্যুর খবর বৃহস্পতিবার জানায় ইতালির অন্যতম সংবাদমাধ্যম আরএআই স্পোর্টস চ্যানেল।

প্রসঙ্গত ওই চ্যানেলেই বিশেষজ্ঞ হিসাবে কাজ করছিলেন ৬৪ বছরের পাওলো। তাঁর মৃত্যুর কথা তাঁর স্ত্রীর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকেও পরিস্কার হয়। তবে ঠিক কী থেকে পাওলোর মৃত্যু হল, কী অসুখ হয়েছিল কিছু সেভাবে জানানো হয়নি।


১৯৮২-র বিশ্বকাপের নায়ক ছিলেন পাওলো রোসি। গোটা বিশ্ব তখন তাঁর নামে পাগল ছিল। ফুটবল বিশ্বের কাছে তিনি ছিলেন তখন কিংবদন্তি একটা নাম। যাঁর পায়ের যাদুতে সেবার বিশ্বকাপ ইতালি শুধু ঘরে তোলেনি, পাওলো নিজেও পেয়েছিলেন ৩টি সম্মান।

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করে পাওলো রোসি পান গোল্ডেন বুট, প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়ে পান গোল্ডেন বল। সেই সঙ্গে পান ব্যালন ডি’অর-ও।

ফিফা বিশ্বকাপে একই সঙ্গে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জিতেছেন এখনও পর্যন্ত মাত্র ৩ জন ফুটবলার। তাঁদের মধ্যে ব্রাজিলের গ্যারিঞ্চা একজন। যিনি ১৯৬২ সালের বিশ্বকাপে এই সম্মান পান। এরপর ১৯৭৮ সালের বিশ্বকাপে একই সঙ্গে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জেতেন আর্জেন্টিনার মারিও কেম্পেস। তারপর ১৯৮২ সালের বিশ্বকাপে এই সম্মান জেতেন পাওলো রোসি।

এদিন পাওলো রোসির মৃত্যুর খবর সামনে আসার পর শোক প্রকাশ করে ট্যুইট করা হয় ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফেও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button