প্রবল কম্পনে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি। কম্পনের মাত্রা ছিল ৭.৯। শুধু পাপুয়া নিউগিনি বলেই নয়, আশপাশের ছড়িয়ে থাকা অসংখ্য দ্বীপেই কম্পন অনুভূত হয়েছে। জলের ৭৫ কিলোমিটার তলায় ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এদিকে ভূমিকম্পের পরপরই আশপাশের সব দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়। সমুদ্রের ধার থেকে যতটা সম্ভব দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সকলকে। শুধু প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলিই নয়, ইন্দোনেশিয়াতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিস্কার না হলেও ক্ষতির পরিমাণ প্রবল বলেই আশঙ্কা করা হচ্ছে।